কর্মক্ষেত্রে পরিপাটি
কর্মক্ষেত্রে কমবেশি সবাই ফিটফাট থাকতে পছন্দ করেন। কাজের ক্ষেত্রে অনেকের পছন্দ ফুল ফরমাল পোশাক। অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণার পরিবর্তন হচ্ছে। কর্মক্ষেত্রে নিজেকে পরিপাটি রাখার ক্ষেত্রে পোশাকটা যদি একটু আরামদায়ক হয় তাহলে প্রশান্তি নিয়ে কাজ করা যায়। লিখেছেন নাইস নূর
একটা সময় সবার ধারণা ছিল, কর্মক্ষেত্রের পোশাক মানেই হচ্ছে ফিটফাট ধরনের ফরমাল পোশাক। সময়ের সঙ্গে সঙ্গে অনেকেরই এই ধারণা বদলেছে। বিভিন্ন স্থানে যাওয়ার পাশাপাশি আজকাল অনেকে কাজের ক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছেন ক্যাজুয়াল পোশাকের ওপর। এটা স্বীকার করা গুরুত্বপূর্ণ, একজনের ব্যক্তিত্ব প্রকাশের সহায়ক হচ্ছে রুচিশীল পোশাক। তাই ক্যাজুয়াল পোশাক হলেও, যাতে রুচিশীলতা ফুটে ওঠে সেদিকে খেয়াল রাখা জরুরি।
আজকাল বেসরকারি, সরকারি, করপোরেট অফিস সব জায়গাই পুরুষ ও নারী সমানতালে কাজ করছেন। ইন্টারনেটের দ্রুতগতির সঙ্গে জীবন এগিয়ে চলছে। সংসারে দৈনন্দিন জীবনের চাপ সামলে দিনের অধিকাংশ সময় অফিসেই দিতে হচ্ছে নারী ও পুরুষ সবাইকে। এ কারণে কাজের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে কর্মক্ষেত্রে পোশাক হওয়া উচিত আরামদায়ক।
- ট্যাগ:
- লাইফ
- কর্মক্ষেত্র
- পোশাক বাছাই