কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পশ্চিমা হাওয়া কি দেশের রাজনীতিতে নতুন মোড় আনবে?

www.tbsnews.net মনোয়ারুল হক প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ১৯:৩৯

রাজনৈতিক কর্মসূচির মধ্য থেকে তুলে নিয়ে যাওয়ার পর, বিরোধী দলের নেতাকে ফাইভ স্টার হোটেলের খাবার খাইয়ে বিদায় দেওয়ার ঘটনায়– এক নতুন সম্পর্ক রচনার দিকে চললো দেশ। অন্যদলের নেতার হাসপাতালে খাবার (ফল) পাঠানো যা খুব স্বাভাবিক হলেও বহুবছর তা দেখা যায়নি।


এমন ধারা হঠাৎ শুরু হাওয়ার পিছনে কি পশ্চিমা হাওয়ার  চাপ আছে বলব? সেক্ষেত্রে পশ্চিমা হাওয়ার চাপ কতটা তীব্র হয়– সেই প্রশ্নও চলে আসে সামনে। তবে হঠাৎ এই পরিবর্তন প্রমাণ করে, প্রকাশ্যে যতই পশ্চিমা হাওয়াকে অপ্রাসঙ্গিক বলি না কেন; তার শক্তি যে অনেক তীব্র, তা অস্বীকার করার কোনো উপায় নেই বলেই মনে হচ্ছে। ইউক্রেন যুদ্ধই কি সবকিছু পাল্টে দিল আমাদের দেশের?


২০১৪ বা ২০১৮'র নির্বাচন ঘিরে বহু বিতর্কিত বিষয় সামনে আসলেও পশ্চিমা হাওয়া বইতে দেখা যায়নি। তাহলে পশ্চিমা হাওয়া কি রাজনৈতিক সমঝোতার রাস্তা খুলে দেবে?


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও