কুকুরের মাংসের ব্যবসা নিষিদ্ধ করতে চায় দক্ষিণ কোরিয়া সরকার, বাধা দিচ্ছেন খামারিরা
কিম জং-কিল সারি সারি লোহার খাঁচার দিকে অগ্রসর হতেই কুকুরগুলো ঘেউঘেউ করতে লাগলো এবং কিমের দিকে তাকিয়ে রইলো। একটা খাঁচার দরজা খুলে তিনি একটা কুকুরের ঘাড়ে, বুকে আদর করে দিলেন। ছোট চুলের, লোমশ এই প্রাণীগুলোকে মাংসের জন্য বিক্রি করেন তিনি; এটাই তার ব্যবসা।
কিম জানান, গত ২৭ বছর ধরে কুকুরের মাংসের খামার পরিচালনা করে আসছে তার পরিবার এবং এ নিয়ে তিনি খুবই গর্বিত। আগামী দিনে নিজের সন্তানদের হাতে এই ব্যবসা তুলে দেওয়ার কথা ভাবছেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংসের ব্যবসা নিষিদ্ধ করতে রাজনীতিবিদ এবং অধিকারকর্মীদের জোর প্রচেষ্টার ফলে এই শিল্পের ভবিষ্যত এখন অনিশ্চয়তার মুখে।
সিউলের দক্ষিণে পিয়ংতেক শহরে নিজের খামারে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে ৫৭ বছর বয়সী কিম বলেন, "আমার অনুভূতিটা আসলে খারাপ লাগার চাইতেও বেশি কিছু। আমি এই উদ্যোগের সরাসরি বিরোধিতা করছি এবং এটা প্রতিরোধের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।"
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ব্যবসা
- কুকুরের মাংস