কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২৫০ রূপির লটারি টিকিটে কেরালার ১১ পরিচ্ছন্নতাকর্মী এখন ১০ কোটি রূপির মালিক!

www.tbsnews.net প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ১৮:৫২

লটারির মাধ্যমে ভাগ্যবদল, লটারিতে জ্যাকপট পাওয়া, এই শব্দগুলো শুনলেই যেন রূপকথার মতো মনে হয়! কারণ বাস্তবে খুব কম মানুষেরই সৌভাগ্য হয় লটারি জিতে কোটিপতি হওয়ার। কিন্তু সম্প্রতি দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের ১১ পরিচ্ছন্নতাকর্মীর জীবন বদলে দিয়েছে একটি লটারি। সংবাদমাধ্যম বিবিসি সূত্রে জানা গেছে, এই এগারো নারী লটারিতে ১০ কোটি রূপি জিতেছেন।


গত জুনে কেরালার এই ১১ পরিচ্ছন্নতাকর্মী একসঙ্গে একটি লটারির টিকিট কিনেছিলেন। গত সপ্তাহে ফলাফল আসার পর জানতে পারেন তারা জ্যাকপট জিতেছেন।


কেরালার মালাপ্পুরাম জেলার পারাপ্পানানগারি শহরের বাড়িগুলো থেকে নন-বায়োডিগ্রেডেবল বর্জ্য সংগ্রহ করে থাকেন এই নারীরা। সারামাস কাজ করে শহরের বাড়িগুলো থেকে তারা যা আয় করেন, তাতে তাদের দৈনিক আয় ধরা যায় ২৫০ রূপি; এবং কখনো কখনো এই বর্জ্য থেকে আলাদা করে ফেলনা জিনিস বিক্রির টাকা থেকে সামান্য ভাগ পান তারা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও