কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডেঙ্গুতে আক্রান্ত পেসার হাসান মাহমুদ

সমকাল প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ১৮:৩১

গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন হাসান মাহমুদ। আপাতত জ্বরের মাত্রা কিছুটা কমেছে। তবে পরশু রাতে হাসানের শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। সেই রিপোর্টে জানা যায়, ডেঙ্গু পজিটিভ হয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


আজ আরও একবার রক্ত পরীক্ষা করানোর কথা থাকলেও কিছুটা সুস্থ বোধ করায় সেটি আর করানো হয়নি। আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে ৮ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের মূল অনুশীলন। তার আগে গতকাল থেকে চলছে রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ। এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি হাসান।২৩ বছর বয়সী পেসার এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৩টি ওয়ানডে এবং ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন। এখন পর্যন্ত ওয়ানডেতে ২০টি এবং টি-টোয়েন্টিতে ১৮টি উইকেট নিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও