দিনভর টালমাটাল শেয়ার বাজার, ৬৮ পয়েন্ট পড়ল সেনসেক্স, ২০ পয়েন্ট পতন নিফটির
ছন্দ বজায় রাখতে পারল না শেয়ার বাজার। সোমবার সূচক উঠলেও মঙ্গলবার ক্ষতির মুখে পড়ল সূচক। দিনের শুরুটা খারাপ হয়নি, সকাল থেকেই ঊর্ধমুখী ছিল সেনসেক্স, নিফটি। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই পতনের মুখে পড়ে সূচক। দিনের শেষে সোমবারের তুলনায় ৬৮.৩৬ পয়েন্ট কমে ৬৬৪৫৯.৩১ পয়েন্টে থামল সেনসেক্স। ২০.২৫ পয়েন্ট কমে ১৯৭৩৩.৫৫ পয়েন্টে শেষ করল নিফটি।
দিনটা ভাল গেল আইটি সেক্টরের। বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) যথাক্রমে ১.০২ এবং ১.২০ আইটি সেক্টরের সম্পদ। বিএসইতে লাভের মুখ দেখেছে টেক এবং মেটাল সেক্টরও। পাশাপাশি এনএসইতে লাভের তালিকায় আইটি সেক্টরের পরে রয়েছে ইন্ডিয়া ডিজিটাল, মাইক্রোক্যাপ ২৫০, স্মলক্যাপ ১০০। অন্য দিকে মঙ্গলবার বড় ক্ষতির মুখে পড়েছে রিয়্যালটি সেক্টর।