![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2023/Jul/25/1690263303420.jpg&path=/uploads/news/2023/Aug/01/1690890526096.jpg&width=600&height=315&top=271)
পদ্মা সেতুতে হবে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন
বার্তা২৪
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ১৭:৪৯
আগামী ৭ আগস্ট দেশে আসছে আইসিসি বিশ্বকাপ ট্রপি। তিন দিন বাংলাদেশে থাকবে আকর্ষণীয় এই ট্রফি। ট্রফির ফটোসেশনের জন্য পদ্মা সেতুকে নির্ধারণ করা হয়েছে।
প্রথম দিনে পদ্মা সেতুকে ব্যাকগ্রাউন্ডে রেখে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন করা হবে। এই ফটো পরবর্তীতে ব্যবহার করবে আইসিসি। এরপর ক্রিকেটারদের ফটোসেশনের জন্য মিরপুর হোম অব ক্রিকেটে এবং সাধারণ দর্শকদের জন্য রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নেওয়া হবে বিশ্বকাপের ট্রফি।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ট্রফি বিশ্বের মোট ১৪টি দেশের ৪০ এর অধিক শহর পরিদর্শন করবে। তারই ধারাবাহিকতায় বর্তমানে পাকিস্তানে রয়েছে বিশ্বকাপ ট্রফি। সেখান থেকে শ্রীলঙ্কা হয়ে ৭ আগস্ট বাংলাদেশে আসবে। ৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকবে আকর্ষণীয় এই শিরোপা।
- ট্যাগ:
- খেলা
- বিশ্বকাপ ট্রফি
- ফটোসেশন