এবার যুক্তরাষ্ট্রে ড্রোন রপ্তানিতে নিষেধাজ্ঞা চীনের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ০৪:৪১
ড্রোন এবং ড্রোনের যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রে রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলো চীন। এই পদক্ষেপ চলমান চীন-মার্কিন বিরোধে নতুন মাত্রা যোগ করবে।
"জাতীয় নিরাপত্তা ও স্বার্থকে" সুরক্ষিত রাখার কথা বলে জারি করা এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে কিছু ড্রোন ইঞ্জিন, লেজার, যোগাযোগ যন্ত্রাংশ এবং ড্রোন বিধ্বংসী প্রযুক্তি যা পয়লা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে, বলেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।
এই অবরোধের মধ্যে রয়েছ কিছু বাণিজ্যিক ড্রোন এবং অসমারিক ড্রোন সামরিক কাজে ব্যবহারে নিষেধাজ্ঞা। — বিবৃতিতে বলেছে মন্ত্রণালয়।
“এই সময়ে ড্রোন নিয়ন্ত্রণের মত সংযত সিদ্ধান্ত বিশ্ব নিরাপত্তা ও শান্তি রক্ষায় বড় দেশ হিসাবে চীনের দায়িত্বশীল আচরণই প্রকাশ করে।” বলেছেন নাম প্রকাশ না পাওয়া মুখপাত্রটি।