বঙ্গবন্ধুর খুনিদের তিনজনের সঠিক অবস্থান জানা নেই সরকারের

বণিক বার্তা প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ১৫:১৯

এখনো বঙ্গবন্ধুর খুনি বিভিন্ন দেশে লুকিয়ে আছে। একজন যুক্তরাষ্ট্রে ও আরেকজন কানাডায় আছে। বাকি তিনজনের সঠিক অবস্থান সরকার জানে না। আজ মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।


অভিযোগের সুরে তিনি জানান, সেসব দেশে আত্মস্বীকৃত খুনিরা আছে, তারা আবার মানবাধিকারের কথা বলেন।


শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় আজ। ফরেন সার্ভিস একাডেমির প্রাঙ্গণে ১৬টি বৃক্ষ রোপণ করা হয়।


বৃক্ষরোপণ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা তাদের জানিয়েছি এরা কী ধরনের খুনি। তারা জানতে চেয়েছে এদের বিরুদ্ধে কী বিচার হয়েছে, এন্টায়ার প্রসিডিউর আমরা তাদের জানিয়েছি। এতসব করার পরেও তারা বিভিন্ন অজুহাতে এখনো ওদের আমাদের কাছে, ন্যায় বিচার পাওয়ার জন্য তাদের আমাদের হাতে তুলে দেয়নি। এটা ওই সমস্ত দেশের জন্য লজ্জার, আর আমাদের জন্য দুঃখের। আশা করি তাদের বিবেক বাড়বে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও