মাসিকচক্র ত্বকে যেভাবে প্রভাব রাখে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ১৪:৫১

মাসিক চক্র প্রাকৃতিক ও অপরিহার্য প্রক্রিয়া যা নারীর দেহকে গর্ভ ধারণের জন্য প্রস্তুত করে তোলে। প্রজননের জন্য মাসিক অপরিহার্য। তবে অনেক নারীর ক্ষেত্রে মাসিক চলাকালীন ত্বকে নানান সমস্যা দেখা দেয়।


প্রধানত হরমোনের তারতম্যের বিভিন্ন পর্যায়ের কারণে এরকম হয়ে থাকে। সঠিক যত্ন নিলে ত্বকের সমস্যার সমাধান করা যায়।


এই বিষয়ে ভারতীয় চর্মরোগ বিশেষজ্ঞ ‘কস্মেটোলজিস্ট অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন’ ডা. উর্বি পাঞ্চাল বলেন, “মাসিক চক্রের বিভিন্ন ধাপ ত্বকে বিভিন্ন রকম প্রভাব রাখে।”


“মাসিক চক্রের বিভিন্ন পর্যায়ে হরমোনের তারতম্য ঘটে যা ত্বকে নানান রকম সমস্যা সৃষ্টি করে। তাই নারীদের এই বিষয়ে ধারণা থাকা প্রয়োজন”- হেল্থশটস ডটকমে প্রকাশিত প্রতিবেদনে পরামর্শ দেন এই চিকিৎসক।

মাসিক চক্রের চারটি পর্যায় ত্বকের ওপর প্রভাব রাখে।


পর্যায় ১- মেন্সট্রুয়েইশন


মাসিক সাধারণত তিন থেকে সাত দিন স্থায়ী হয়।


ডা পাঞ্চাল বলেন, “এই সময়ে হরমোনের মাত্রা বিশেষ করে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন তুলনামুলক কম থাকে, যা ‘একনি ব্রেকআউট’য়ের সম্ভাবনা বাড়ায়। ফলে ব্রণ, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দেখা দেয়।”


অনেক নারীর ক্ষেত্রে এই সময় ত্বক সংবেদনশীল হয়ে যার এবং জ্বলুনি ও লালচেভাব দেখা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও