![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-08%252Fbbc9ee79-ea40-4d07-80ef-f79d24735c6b%252FNIGER_POLITICS_COUP.webp%3Frect%3D0%252C46%252C640%252C336%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F5a36c819-05a2-4bfb-ac50-57dd67355acb%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
নাইজারে সামরিক হস্তক্ষেপ যুদ্ধের শামিল, মালি ও বুরকিনা ফাসোর হুঁশিয়ারি
অভ্যুত্থানের জেরে উত্তাল রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজনীতি। পদচ্যুত করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে। রাজধানী নিয়ামের প্রেসিডেন্ট প্রাসাদে বন্দী রয়েছেন তিনি।
মোহাম্মদ বাজোমকে মুক্ত করার জন্য সামরিক হস্তক্ষেপের আশঙ্কাও রয়েছে। এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসো জানিয়েছে, নাইজারে যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপ তাদের দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- যুদ্ধ
- হুশিয়ারি
- সামরিক হস্তক্ষেপ