কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাধারণ ক্ষমা পেলেন সু চি

www.kalbela.com মিয়ানমার (বার্মা) প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ১৩:৫৫

মিয়ানমারের সাবেক বেসামরিক নেত্রী অং সান সু চিকে ক্ষমা করার ঘোষণা দিয়েছে সামরিক প্রশাসন।


মঙ্গলবার (১ আগস্ট) দেশটির সরকারি সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চিক ক্ষমা করেছে জান্তা প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান। তাকে পাঁচটি মামলায় ক্ষমা করা হয়েছে। এর আগে সু চিকে বিভিন্ন মামলায় ৩৩ বছরের কারাদণ্ড দেয় সামরিক আদালত।


সংবাদমাধ্যম জানিয়েছে, কাউন্সিল দেশটির সাত হাজারেরও বেশি বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এর মধ্যে সু চিকে পাঁচ মামলায় সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।


ইলেভেন মিডিয়া গ্রুপকে জান্তা মুখপাত্র জাও মিন তুন বলেন, পাঁচ মামলায় সাধারণ ক্ষমার ফলে তার ৩৩ বছরের সাজা থেকে ছয় বছর কমে যাবে।


২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর নির্জন কারাগারে বন্দি রয়েছেন মিয়ানমারের এ নেত্রী। তবে চলতি সপ্তাহে তাকে কারাগার থেকে নাইপিডোর একটি সরকারি বাসভবনে গৃহবন্দি করা হয়। তাকে কারাগার থেকে গৃহবন্দি করার সময়ে বিভিন্ন রাষ্ট্রের নিন্দার ফলে জান্তার নমনীয়তা প্রকাশ পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও