কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্মার্টফোনে একাধিক হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন যেভাবে

আরটিভি প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ১২:৪৭

বিভিন্ন প্রয়োজনে অনেকেই প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কিন্তু একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে সামাজিক ও ব্যবসায়িক যোগাযোগ করলে ভিন্ন ভিন্ন ধরনের বার্তা আসায় বিড়ম্বনার মুখোমুখি হতে হয়।


এ সমস্যা সমাধানে অনেকে একাধিক স্মার্টফোনে আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করেন। এতে সমস্যার সমাধান হলেও দুটি অ্যাকাউন্টের সব বার্তা সময়মতো দেখা যায় না। তবে চাইলেই একই স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।


একই স্মার্টফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ দুটি নামাতে হবে। এরপর দুটি নম্বর দিয়ে দুটি অ্যাকাউন্ট চালু করলে একই স্মার্টফোনে একটি সাধারণ ও একটি বিজনেস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্ট হিসেবে প্রদর্শিত হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও