জ্যাকুলিনের বিরুদ্ধে আদালতে নোরার নতুন অভিযোগ
আরটিভি
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ১০:২৩
সুকেশ চন্দ্রশেখর ছাড়াও বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবং নোরা ফাতেহির নাম জড়ায় ২০০ কোটি টাকা আত্মসাৎ মামলায়। নোরার বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ করেছিলেন সুকেশ এবং জ্যাকুলিন।
এর জবাবে ‘কিক’ সিনেমার নায়িকার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন নোরা। সোমবার (৩১ জুলাই) এ মামলায় দিল্লির পটীয়ালা হাউস কোর্টে নিজের জবানবন্দি দিতে হাজির হয়েছিলেন নোরা।
এ প্রসঙ্গে নোরা বলেন, জ্যাকুলিন ফারর্নান্দেজ ছাড়াও কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধেও আমি মামলা করেছি। ওরা আমাকে ‘সুযোগ সন্ধানী’ বলেছে। পাশাপাশি দাবি করেছে, আমি নাকি সুকেশের সঙ্গে সম্পর্কে ছিলাম! তাদের মিথ্যা ভাষণ সাধারণ মানুষের সামনে আমার সম্মানহানি করেছে।