চীনে যে কারণে একলা মা হওয়া সহজ হচ্ছে

প্রথম আলো চীন প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ০৮:০৩

চীনে গত বছর নাগাদ বেশির ভাগ অবিবাহিত নারীর পক্ষে মা হওয়া সত্যিই অসম্ভব ছিল। কিন্তু এ ব্যাপারে দেশটিতে একটি সামাজিক ও নীতিগত পরিবর্তন দেখা যাচ্ছে।


এই যেমন, ঝাং মেইলির কথা বলা যায়। তিনি একজন একলা মা। চীনের সাংহাই শহরের উপকণ্ঠের একটি ফ্ল্যাটে থাকেন তিনি।


মেইলি যখন ব্যবসার কাজে বাইরে যান, তখন তাঁর দুই মাস বয়সী ছেলে হেং হেংকেকে দেখাশোনা করেন নানি। তিনি গ্রামীণ হেনান এলাকা থেকে সম্প্রতি সাংহাইয়ে মেয়ের বাসায় এসেছেন। উদ্দেশ্য, মেয়ে মেইলিকে তাঁর সন্তান লালনপালনে সহায়তা করা।


চীনের, বিশেষ করে রক্ষণশীল আঞ্চলিক ও গ্রামীণ এলাকায় একলা মায়ের বিষয়টিকে ভ্রুকুটির চোখে দেখার চল রয়েছে। বিবাহ ছাড়া সন্তান তাঁদের কাছে এখনো গ্রহণযোগ্য নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও