জ্বালানি-রক্ষণাবেক্ষণেই থাইল্যান্ডের রাজার বছরে খরচ ৬৯১ কোটি টাকা
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন। বিশ্বের অন্যতম ধনী রাজা হিসেবে রয়েছে তার পরিচিত। বিপুল সম্পদের মালিক তিনি। অসংযত নানা শখের পেছনে তার খরচের পরিমাণটাও কম নয়। শ্যামদেশের এ রাজার বহরে রয়েছে ৩৮টি রণতরী ও বিমান। এর মধ্যে রয়েছে ২১টি হেলিকপ্টার।
পাশাপাশি রয়েছে বোয়িং, এয়ার বাস বিমান ও সুখোই সুপারজেট। এই ধরনের বিশাল ও বিলাসবহুল বহর সংগ্রহে রাখা ও রক্ষণাবেক্ষণের খরচও যথেষ্ট। শুধুমাত্র জ্বালানি ও বিমান রক্ষণাবেক্ষণের জন্য রাজাকে বছরে খরচ করতে হয় ৬৯১ কোটি ৪০ লাখ ৮৩ হাজার টাকা। খবর: ডেইলি হান্ট মহা ভাজিরালংকর্নের সম্পদের মূল্যমান ৪০ বিলিয়ন ডলার। নানা সম্পদের মধ্যে রয়েছে প্রচুর জমি, বাড়িঘর, শপিং মল, হোটেল ও অন্যান্য স্থাপনা। দেশজুড়ে ১৬ হাজার ২১০ একর জমির মালিক তিনি। কেবল সম্পত্তি ভাড়ার জন্যই ৪০ হাজারটি চুক্তি রয়েছে তার।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রক্ষণাবেক্ষণ
- জ্বালানি