![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1200x630x1xxxxx1x867781%2Fuploads%2Fmedia%2F2023%2F07%2F31%2F363861136_935815310830729_267392597509507765_n-7de276322e59327c798d5a0a3cd323b9.png%3Fwatermark%3Dmedia%252F2023%252F07%252F11%252F1200x80-7609453501fff956e809cc3e939dd2b6.png)
দলবদল শুরু মঙ্গলবার, বিদেশি নিবন্ধনে থাকছে চমক
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ১৮:১৯
এএফসি কাপে একাদশে ৬ জন করে বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ রয়েছে। তার সঙ্গে মিল রেখে এবার পরিবর্তন আসছে ঘরোয়া ফুটবলেও। নতুন মৌসুমে ৬জন করে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। তবে একাদশে খেলবে ৪ জন। সোমবার পেশাদার লিগ কমিটির সভাতে এমন সিদ্ধান্ত হয়েছে।
প্রিমিয়ার লিগের মাধ্যমে মৌসুম শেষ হয়েছে আগেই। কাল মঙ্গলবার থেকে নতুন মৌসুমের দলবদলও শুরু হচ্ছে। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। ২৭ অক্টোবর থেকে স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে মৌসুম। এছাড়া আনা হচ্ছে কিছু পরিবর্তন।পেশাদার লিগ কমিটির সভা শেষে বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মঙ্গলবার থেকে নিবন্ধন উন্মুক্ত করে দিয়েছি।
- ট্যাগ:
- খেলা
- খেলোয়াড়দের দলবদল
- প্রিমিয়ার লিগ