বিএনপি কি দুই নেতাকে ‘কাঠগড়ায়’ তুলবে?

দৈনিক আমাদের সময় অজয় দাশগুপ্ত প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ১৬:৫২

বহু বছর আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে বাংলাদেশ ছিল উপেক্ষিত। কেবল ঝড়-বন্যা-জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনাই বাংলাদেশকে বিশ্বের সুপরিচিত গণমাধ্যমে স্থান করে দেওয়ার সম্ভাবনা তৈরি করত। রাজনৈতিক সহিংসতার শঙ্কা দেখা দিলেও ‘উন্নত বিশ্বের’ কোনো কোনো সংবাদপত্র ও টেলিভিশন উৎসাহ নিয়ে ছুটে আসত বাংলাদেশে।


হাল আমলে দেখা যাচ্ছে, বাংলাদেশ গুরুত্ব পাচ্ছে কোনো কোনো সংবাদপত্রের কাছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়েও বাংলাদেশ নিয়মিত। ফ্রান্সে সম্প্রতি যে সহিংসতা ঘটে গেল, তা নিয়ে জো বাইডেন সরব হননি।


বিএনপি-জামায়াতে ইসলামীর অতি ঘনিষ্ঠ এক রাজনৈতিক নেতা কাম ফেসবুক-ইউটিউব ব্যক্তিত্ব আমেরিকার কাছে কেন বাংলাদেশ এত গুরুত্ব পাচ্ছে, তার ব্যখ্যা দিয়েছেন এভাবে- যুক্তরাষ্ট্র কোনো দেশের সরকারের প্রতি বিরূপ হচ্ছে তাদের প্রভাবিত বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া (এ তালিকায় ‘নিরপেক্ষ’ বিবিসিকেও রাখা হয়েছে), বিভিন্ন মানবাধিকার সংস্থা ও নিয়ন্ত্রিত আরও কিছু প্রতিষ্ঠান দিয়ে পরিকল্পিত প্রচার অভিযান চালায়। শেখ হাসিনাকে তাদের তেমন পছন্দ নয়। শেখ মুজিবুর রহমানও তাদের পছন্দের তালিকায় ছিলেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও