অবশেষে জানা গেলো অস্ট্রেলিয়ার সৈকতে রহস্যময় বস্তুটি কি
দেশ রূপান্তর
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ১৬:২১
জুলাই মাসের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলীয় সমুদ্র সৈকতে ভেসে আসে এক রহস্যময় অপরিচিত বস্তু। বিশাল আকৃতির সেই ধাতব বস্তুকে নিয়ে শোরগোল পরে যায় সারাবিশ্বে।
অনেকে সেই বস্তুকে প্রথমে মনে করে ভারতীয় চন্দ্রযানের ভাঙা অংশ। আবার অস্ট্রেলিয়ার প্রশাসন ধারণা করে বস্তুটি কোন রকেটের জ্বালানির ট্যাংকার হতে পারে।
অবশেষে খোলসা হয়েছে বস্তুটিকে নিয়ে। অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে ভেসে আসা সেই রহস্যময় বস্তুকে ভারতীয় রকেটের ধ্বংসাবশেষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল জাজিরা।
অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি জানিয়েছে যে তারা নিশ্চিত হতে পেরেছে যে সেই ধাতব বস্তুটি একটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের ধ্বংসাবশেষ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এ ধরনের মিডিয়াম-লিফ্ট লঞ্চ ভেহিকেল পরিচালনা করে থাকে বলে জানিয়েছে সংস্থাটি।