টাইটানিকে বেঁচে গিয়ে বিরূপ অভিজ্ঞতার শিকার হতে হয় বিস্মৃত চীনা যাত্রীদের
www.tbsnews.net
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ১৬:১১
১৯১২ সালে প্রথম সমুদ্রযাত্রাতেই ডুবে যায় আরএমএস টাইটানিক। এ দুর্ঘটনায় প্রাণ হারায় দেড় হাজারের বেশি মানুষ। ভাগ্যক্রমে বেঁচে যান ৭০৬ জন। তাদের মধ্যে ছিলেন চীনের ছয়জন যাত্রী, উদ্ধারের পর যাদেরকে যেতে হয়েছে খুবই ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে।
যাত্রী তালিকা থেকে দেখা যায়, টাইটানিকে চীনা বংশোদ্ভুত যাত্রী ছিলেন আটজন । তাদের মধ্যে ছয়জন বেঁচে ছিলেন। তাদের নাম লি বিং, চ্যাং চিপ, চুং ফু, লিং হি, ফ্যাং ল্যাং এবং আহ লাম। তারা ছিলেন নাবিক এবং কাজের জন্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিলেন।
টাইটানিক ডুবে যাওয়ার সময় মাত্র ২০টি লাইফবোটে যাত্রীদের উদ্ধার করা হয়। একটি লাইফবোট যখন বেঁচে থাকা লোকদের সন্ধান করছিল তখন ফ্যাং ল্যাংকে একটি ভাসমান কাঠের দরজায় পাওয়া যায়। তিনি বেঁচে থাকার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছিলেন।