![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-07%2F25bbcc3d-881a-4f67-831b-587c32385073%2Fmadona_singer_310723_01.jpg?rect=0%2C0%2C640%2C360&auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
পরিবার ও বন্ধুদের ভালোবাসাই সেরা ওষুধ: ম্যাডোনা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ১৩:০৬
ডাক্তার, হাসপাতাল, আইসিইউ, ওষুধপত্রের সঙ্গে এক মাস কাটিয়ে যুক্তরাষ্ট্রের পপ তারকা ম্যাডোনার উপলব্ধি হল, নিজের পরিবার আর বন্ধুদের ভালোবাসাই হল সেরা ওষুধ।
জীবন নিয়ে এই উপলব্ধির কথা ম্যাডোনা লিখেছেন তার ইনস্টাগ্রামে। সেখানে ছয় সন্তানের মধ্যে দুই ছেলেমেয়ে রোকো রিচি এবং লর্ডেস লিওনের সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন।
ম্যাডোনা লিখেছেন, “একজন মা সন্তানদের প্রয়োজনে পাশে থাকে, এটা চিরন্তন। কিন্তু সেই মা যখন অসুস্থ হয়ে পড়েন, সন্তানদের পাশে পান। আমার সন্তানরা আমার অসুস্থতার সময় কাছে ছিল।
“আমি তাদের মধ্যে আমার জন্য যে উৎকণ্ঠা দেখেছি, তা আগে কখনো দেখিনি। সত্যিই পরিবার এবং বন্ধুদের কাছ থেকে ভালবাসাই সেরা ওষুধ।“
গত ২৬ জুন ম্যাডোনার অসুস্থতার খবর প্রকাশ করেন তার দীর্ঘদিনের ম্যানেজার গাই ওসেরি। ম্যাডোনা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার প্রতিও।