![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F400x225x1%2Fuploads%2Fmedia%2F2023%2F07%2F31%2FCanva-Thailand-rice-organic-for-storage-until-the-insects.-0bb3dbb68f966f673836b76a9487814f.jpg%3Fjadewits_media_id%3D871296)
বর্ষায় চাল ঝরঝরে রাখবেন যেভাবে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ১২:৫১
বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় চটজলদি পোকা ধরে যায় চালে। আবার কখনও স্যাঁতসেঁতে গন্ধ হয়ে যায় চালে। চাল পোকামুক্ত ও ঝরঝরে রাখতে চাইলে কিছু টিপস জেনে নিন।
- চাল খুব বেশি পরিমাণে না কেনাই ভালো বর্ষাকালে। অল্প পরিমাণে কিনে ফ্রিজে রেখে দিন। পোকা ধরবে না।
- চাল শুকনা স্থানে রাখুন। আশেপাশে যেন পানিজাতীয় কিছু না থাকে।
- চালের পাত্রের নিচের দিকে তেজপাতা রেখে দিন। এরপর চাল রেখে আবার উপরের দিকেও কয়েকটি তেজপাতা রাখুন। পোকা ধরবে না।
- চালের পাত্রে নিমপাতা রাখলেও ঝরঝরে থাকবে চাল।