কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কৃত্রিম বুদ্ধিমত্তা ও দেশে ইন্ডাস্ট্রিয়াল রোবট অ্যাসেম্বলিংয়ের সম্ভাবনা

বণিক বার্তা জেনেভা ফেরদাউস আরা বেগম প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ১১:০২

সম্প্রতি জেনেভায় এআই কী করে বিশ্বের সাম্প্রতিক চ্যালেঞ্জগুলোকে নিরসন করতে পারে সে ব্যাপারে একটি এআই ফর গ্লোবাল সামিট অনুষ্ঠিত হয়েছে। সেখানে পৃথিবীর মানবিক রোবটদের (হিউমেনয়েড) নিয়ে একটি প্রেস কনফারেন্সে রিপোর্টারদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এরা তাদের বিভিন্ন মতামত তুলে ধরে। পৃথিবীতে এটাই এ ধরনের প্রথম প্রেস কনফারেন্স যেখানে নয়টি বিশেষ রোবট প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। সবার বিশেষ পরিচিত সোফিয়া বলেছে, হিউমেনয়েড রোবট বা মানবিক রোবট মানুষের মতো অত্যন্ত কার্যকর এবং দক্ষতার সঙ্গে অনেক কাজ করে। তারা মানুষকে সহায়তা করতে পারে, তাদের সে রকম অনেক সম্ভাবনা রয়েছে। একেবারে মানুষের মতো বুদ্ধিমত্তার সঙ্গে এসব মানবিক রোবট এ প্রজন্মের মানুষের সঙ্গে কথা বলতে সক্ষম এবং তারা যেসব উত্তর দিয়েছে তার সঙ্গে দ্বিমতের কোনো অবকাশ নেই।


এ রকম আরেকটি রোবট যে কিনা হেলথকেয়ার সেবা দিতে সক্ষম, যার নাম দেয়া হয়েছে গ্রেস। এটি বলেছে তারা মানুষের পাশাপাশি থেকে কাজ করতে পারে এবং কোনো ক্রমেই বর্তমান কর্মসংস্থানের জন্য কোনো হুমকি নয়। আর একটি রোবট যার নাম আমেকা, যাকে তৈরি করা হয়েছে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে কাজ করার জন্য, এটি বলেছে সে তার জন্মদাতার প্রতি কৃতজ্ঞ, তার প্রতি কোনো বিদ্রোহ করার প্রশ্নই আসে না। দেসমন্ডা নামে আরেকটি রোবট বলেছে যে তারা একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে সবাইকে সহায়তা করতে চায়। এ প্রযুক্তি পৃথিবীর সবাইকে চমকে দিলেও এটি একটি পরম বাস্তব। এসব রোবট এআই টেকনোলজি দিয়ে আপগ্রেড করা হয়েছে যা একটি উন্নততর প্রযুক্তি এবং এর পেছনে কাজ করেছে একটি সুদক্ষ সুশিক্ষিত জনশক্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও