ঋণের অপব্যবহার হলেই ইচ্ছাকৃত খেলাপি

প্রথম আলো প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ০৮:০২

কোনো ব্যাংকের পরিচালক থাকাকালে কেউ একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি বা সহযোগী কোনো প্রতিষ্ঠানের পরিচালক পদে থাকতে পারবেন না। কোনো ব্যাংকে একক কোনো পরিবারের ১০ শতাংশের বেশি শেয়ার থাকবে না। আর ৫ শতাংশের বেশি শেয়ার কিনতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।


পাশাপাশি ব্যাংকের পরিচালক ও তাঁদের সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের ঋণ বা সুদ মওকুফ করতে পারবে না ব্যাংক। কোনো পরিচালক ঋণের অপব্যবহার করলে সেটাকে  ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চিহ্নিত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।


এমন কয়েকটি ধারা যুক্ত করে গত ২৬ জুন জাতীয় সংসদে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী পাস হয়, যা কার্যকর হলে ব্যাংক খাত অনিয়ম ও দুর্নীতিমুক্ত হতে সহায়ক হবে বলে মনে করেন খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিকে সংশোধনীতে ব্যাংক পরিচালকদের মেয়াদ ৯ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করার পাশাপাশি খেলাপিদের ঋণ নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে, যা পুরো সংশোধনীকে বিতর্কের মুখে ফেলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও