সিলেট নগরীর টিলায় টিলায় আবাসনের থাবা
ছোট-বড় টিলাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সিলেট নগরী; কিন্তু গত তিন-চার দশকে বহু টিলা কেটে সমতল করে ফেলা হয়েছে। জমির শ্রেণি পরিবর্তন করে, জীব-বৈচিত্র্য ধ্বংস করে এসব জায়গায় আবাসিক এলাকা, আধুনিক ভবন গড়ে তোলা হয়েছে বলে পরিবেশবাদীদের অভিযোগ।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বলছে, ১৯৫৬ সালে ভূমির মাঠ জরিপের তথ্যে সিলেটের ছয় উপজেলায় ১ হাজার ২৫টি টিলার অস্তিত্ব ছিল। এর বাইরে আরও তিনটি উপজেলায় বেশ কিছু টিলা ছিল। এর মধ্যে অন্তত ১০০ টিলা পুরোপুরি কিংবা আংশিক সাবাড় হয়ে গেছে।
সেই ১ হাজার ২৫টি টিলার মধ্যে নগর ও উপকণ্ঠ মিলিয়ে সিলেট সদর উপজেলায় টিলা ছিল ১৯৯টি। এর বাইরে গোলাপগঞ্জ উপজেলায় ৪১৩টি, বিয়ানীবাজারে ২৭০টি, জৈন্তাপুরে ৯৮টি, গোয়াইনঘাটে ৪৪টি ও কোম্পানীগঞ্জে একটি টিলা ছিল সে সময়।
ফেঞ্চুগঞ্জ উপজেলায় ২৫১ দশমিক ৮ একর টিলাশ্রেণির ভূমি এবং দক্ষিণ সুরমা ও কানাইঘাট উপজেলায়ও কিছু টিলার কথা এসেছিল জরিপে।
তবে কী পরিমাণ টিলা সিলেটে ছিল, আর তার কতটা এখনও টিকে আছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পরিবেশ অধিদপ্তর দিতে পারেনি।