You have reached your daily news limit

Please log in to continue


ওয়ার্নার-খাজার ফিফটিতে চাপে ইংল্যান্ড

৩৮৪ রানের লক্ষ্য। দ্য ওভালে কঠিন মিশনে নামে অস্ট্রেলিয়া। হাতে পুরো দুই দিন। ইংল্যান্ডের জিততে চাই ১০ উইকেট। কোমর বেঁধে নামলেন তাদের বোলাররা। কিন্তু সাফল্য পেলেন না ব্রড, অ্যান্ডারসনরা। কারণ ওপেনিং জুটিতেই একশ ছাড়িয়ে শক্ত অবস্থান নিয়েছে অজিরা, তাদের দরকার আরও ২৪৯ রান। জযের আত্মবিশ্বাস নিয়েই পঞ্চম দিনের খেলা শুরু করবে সফরকারীরা।

রবিবার চতুর্থ দিন বুক চিতিয়ে লড়াই করেছেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। গত কয়েক ম্যাচে হতাশ করা দুই ওপেনার জ্বলে উঠলেন, যখন তাদের ব্যাটে ভালো শুরু বড্ড বেশি প্রয়োজন।

অ্যাশেজে বাজে সময় কাটানো ওয়ার্নারের ব্যাট হাসলো আসল সময়ে। এই সিরিজে লর্ডসে নিজের সর্বোচ্চ ৬৬ রান করা অজি ওপেনার ওই ইনিংস ছাড়িয়ে যাওয়ার পথে। ৯৯ বলে ৯ চারে ৫৮ রানে অপরাজিত তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন