![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F400x225x1%2Fuploads%2Fmedia%2F2023%2F07%2F30%2Ffahad-8ed6a097ccac7bc3d128b2212d17f525.jpg%3Fjadewits_media_id%3D871246)
বিশ্বকাপ দাবায় হেরেছে বাংলাদেশ
আজারবাইজানের বাকু শহরে আজ রবিবার থেকে ছেলে ও মেয়েদের ফিদে বিশ্বকাপ দাবা শুরু হয়েছে। প্রথম রাউন্ডের উদ্বোধনী খেলায় এরইমধ্যে বাংলাদেশের ৩ জন হেরে গেছেন। একজনের খেলা চলছে।
নকআউট পদ্ধতির এ বিশ্বকাপ দাবার প্রথম রাউন্ডের প্রথম খেলায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব জার্মানির গ্র্যান্ড মাস্টার কোলারস ডমিট্রিজের সঙ্গে কালো নিয়ে খেলেন। রাজীব সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে রোজেলিমো বিশ্লেষণ ধারার খেলায় ডমিট্রিজের বিপক্ষে ৪৬ চালের পর খারাপ অবস্থানে রয়েছেন।
আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ইতালির গ্র্যান্ডমাস্টার ভোকাতুরো দেনাইলর কাছে হেরে যান। তিনি কালো ঘুঁটি নিয়ে রুই-লোপেজ ওপেনিংয়ের বার্লিন ডিফেন্স পদ্ধতির খেলায় ৩৭ চালের মাথায় হেরে যান। ফিদে মহিলা বিশ্বকাপ দাবার প্রথম রাউন্ডে ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস রোমানিয়ার আন্তর্জাতিক মাস্টার ও মহিলা গ্র্যান্ডমাস্টার বুলমাগো ইরিনার কাছে হার মানেন। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার সককো মনিকার কাছে হেরে যান।
- ট্যাগ:
- খেলা
- বিশ্বকাপ দাবা
- বাংলাদেশের হার