You have reached your daily news limit

Please log in to continue


একযোগে প্রকাশিত হল পাঁচ গানের অ্যালবাম

লেখক, নির্মাতা, গবেষক, দার্শনিক, রাজনীতিক এমন নানা পরিচয়ের বাইরে এবার নতুন এক পরিচয়ের এলেন কামরুল হাসান নাসিম। আনুষ্ঠানিকভাবে একযোগে প্রকাশিত হল তার পাঁচটি একক গানের অ্যালবাম।

বৃষ্টি, তুলনা, সুরঞ্জনা, পাগলা রাজা ও ঈশ্বর নামের অ্যালবামগুলোতে রক, হার্ড রক, থ্রাশ মেটাল ও ক্লাসিক ঘরানার ৪৫টি গান রয়েছে। প্রতিটি গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্ব কায়সার হামিদ, জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী, অভিনেতা আরমান পারভেজ মুরাদ ও গণমাধ্যমকর্মী আয়শা এরিনসহ সংস্কৃতিকর্মীবৃন্দ।

এদিকে, গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা কে এইচ এন এর গান নিয়ে বলেন, তার গানের বক্তব্যে বিষয় বৈচিত্র রয়েছে। প্রেম থেকে শুরু করে সমাজ-রাজনীতির আশ্রয় প্রশ্রয় রয়েছে।

অভিনেতা আরমান পারভেজ মুরাদ বলেন, তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। কখন কী করবেন, তিনিই ভাল করে জানেন। তার কন্ঠ, গানের কথা সব মিলিয়ে নতুন কিছু। তিনি ঈশ্বর প্রদত্ত প্রতিভা।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন