কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেজিতে ৫০ টাকা কমে গরুর মাংস বিক্রির ঘোষণা খামারিদের

বণিক বার্তা প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ১৯:৩১

রাজধানীতে গরুর মাংস বর্তমানে যে দামে বিক্রি হচ্ছে তার চেয়ে কেজিতে ৫০ টাকা কমে বিক্রি করার ঘোষণা দিয়েছে গো-খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ)। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রোববার (৩০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ‘মাংসের মূল্য হ্রাস করে ভোক্তাদের ক্রয়সীমার মধ্যে আনয়নের লক্ষে অংশীজনের অংশগ্রহণে’ শীর্ষক কর্মশালায় বিষয়টি জানানো হয়।


এ সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান গরুর মাংসের কেজি ৭০০ টাকা করার প্রস্তাব দিলে জবাবে বর্তমান মূল্যের চেয়ে ৫০ টাকা কমানোর ঘোষণা দেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইমরান হোসেন।


তিনি বলেন, আমরা গরুর মাংসের দাম কমাতে চাই। এর অংশ হিসেবে খামারিরা যে দামে গরুর মাংস বিক্রি করছে তার চেয়ে ৫০ টাকা কমে বিক্রি করবে। দেশে প্রতি বছর প্রায় ১ কোটি গরু জবাই হয়। বছরে মাংসের চাহিদা রয়েছে ৮৯ লাখ টন। এর মধ্যে গরুর মাংসের চাহিদা রয়েছে ৪৫ লাখ টন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও