You have reached your daily news limit

Please log in to continue


বিদেশি ক্রিকেটারদের আগ্রহ, তাসকিন তাদের দেশের লিগে ‘এভেইলেবল’ কি না

তাসকিন আহমেদ দেশের ক্রিকেটের সবচেয়ে সফল পেসার গত কয়েক বছর ধরে। উন্নতি করে এখন তিনি বাকিদের জন্য উদাহরণও।

তাসকিনকে নিয়ে বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর আগ্রহও অনেকদিনের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ প্রায় সব টুর্নামেন্টেই ডাক পেয়েছেন তিনি। কিন্তু ‘ওয়ার্কলোড’ বেড়ে যাওয়ার ভয়ে তাকে অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

অবশেষে ফ্র্যাঞ্চাইজি লিগের দুয়ার তাসকিন আহমেদের জন্য খুলেছে জিম আফ্রো টি-টেন টুর্নামেন্ট দিয়ে। বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলে রোববার বিকেলে দেশে ফেরেন তিনি। এরপর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তাসকিন জানান, জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটাররা জানতে চেয়েছেন তাদের লিগে খেলতে পারবেন কি না।

তাসকিন বলেন, ‘ওখানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো অনেক দেশের অনেক বিদেশি ক্রিকেটারের সঙ্গেই দেখা-সাক্ষাৎ হয়েছে। সবাই বলছিল ভালো উন্নতি হচ্ছে, ভালো করছো। সঙ্গে বিভিন্ন দেশের ক্রিকেটাররা এভেইলেভেলিটি জিজ্ঞেস করছিল যে তাদের লিগের সময় আমি এভেইলেবল কি না। আমি বলেছি এটা পরে জানাব। কারণ যেহেতু আল্লাহর রহমতে তিন ফরম্যাট খেলি, সবসময় এভেইলেবল থাকা কঠিন। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন