কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধোলাইখালে সংঘর্ষ: বিএনপি নেতা সালাম কারাগারে, রিমান্ডে ৪

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ১৮:৩৮

পুরান ঢাকার ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আদালত বাকি চার জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।


রিমান্ডে নেওয়া চার আসামি হলেন– কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, বিএনপির সক্রিয় কর্মী কবির, সোহাগ গাজী ও মো. রিয়াজ উদ্দিন রাজু।


রবিবার (৩০ জুলাই) তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু আসামি সালামের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে বাকি চার আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও