কৃত্রিম বুদ্ধিমত্তার শঙ্কা ছাপিয়ে গুগলের মুনাফা বাড়ল ১০%

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ১৮:১১

গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান আলফাবেটের শেয়ারের দাম এই সপ্তাহে ১০ শতাংশ বেড়েছে। চলতি বছরের এপ্রিল-জুন সময়ের আর্থিক বিবরণীতে কোম্পানির মুনাফার তথ্য প্রকাশিত হওয়ায় ইতিবাচক প্রভাব পড়েছে। ডিজিটাল বিজ্ঞাপন বাজারের মন্দা পরিস্থিতির মধ্যে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শঙ্কা ছাপিয়ে এমন প্রবৃদ্ধির মুখ দেখল গুগল।


গত শুক্রবার স্টক এক্সচেঞ্জে দিনের লেনদেন শেষে আলফাবেটের শেয়ারের দর আগের সপ্তাহের চেয়ে ১০ শতাংশ বেড়ে ১৩২ দশমিক ৫৮ ডলারে ওঠে। এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি এই দর।


ডিজিটাল বিজ্ঞাপনের বাজারে পতন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটগুলোর কারণে ‘কোর সার্চিং’ ব্যবসায় গুগলকে এ বছর বেশ বেগ পেতে হয়েছে।


গত মঙ্গলবার দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক বিবরণীতে গুগল দেখিয়ে দিয়েছে, অনেক প্রতিবন্ধকতা থাকলেও সফল হওয়ার অনেক উপায় আছে। এই তিন মাসে কোম্পানির রাজস্ব আয় ৭ শতাংশ বেড়ে ৭ হাজার ৪৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছর এই সময়ে ৬ হাজার ৯৭০ কোটি ডলার ছিল।


গত বছর থেকেই অনলাইন বিজ্ঞাপনের খারাপ সময় যাচ্ছে। অর্থনীতি নিয়ে উদ্বেগ ও করপোরেট খরচ কমানোর কারণে ধীরগতি এসেছে এই খাতে। এতে গুগলের বিজ্ঞাপনের আয় এক বছরের চেয়ে মাত্র ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। তার পরেও প্রথম ত্রৈমাসিকে উন্নতি দেখেছে গুগল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও