আকরিক লোহার দরপতন

আরটিভি চীন প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ১৬:৩৯

বিশ্বের শীর্ষ ভোক্তা চীনে ইস্পাত উৎপাদন অনেক হ্রাস পেয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটি তৈরির মূল উপকরণ আকরিক লোহার মূল্য ব্যাপক নিম্নমুখী হয়েছে। এতে দালিয়ান ও সিঙ্গাপুর এক্সচেঞ্জে আকরিক লোহার দরপতন ঘটেছে।


শুক্রবার (২৮ জুলাই) উভয় বেঞ্চমার্কের দাম কমেছে ৩ শতাংশেরও বেশি। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার দর কমেছে ৩ দশমিক ৫ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম স্থির হয়েছে ৮২৭ দশমিক ৫ ইউয়ান বা ১১৫ দশমিক ৬৫ ডলারে। সিঙ্গাপুর এক্সচেঞ্জ বেঞ্চমার্কের আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার সরবরাহ মূল্য নিম্নগামী হয়েছে ৩ দশমিক ১ শতাংশ। টনপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১০৬ ডলার ৩৫ সেন্টে।


সিঙ্গাপুরভিত্তিক নেভিগেট কম্মোডিটিজের ম্যানেজিং ডিরেক্টর আতিল্লা উইডনেল্ল বলেন, ইতোমধ্যে বাতাসের গুণমান উন্নয়নে চীনে ইস্পাত তৈরির মূল কেন্দ্র তাংশানে উৎপাদন হ্রাসের নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া দেশটির দক্ষিণ উপকূলে টাইফুন ডকসুরির পূর্বাভাস দেওয়া হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও