![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/07/online/facebook-thumbnails/father-in-law-samakal-64c605aa9aedb.jpg)
আজ শ্বশুর দিবস
সমকাল
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ১৩:০১
বাবার মতো নির্ভরতার আরেক পরম আশ্রয় শ্বশুর। শ্বশুর মূলত বাবারই আরেক রূপ। তবে শ্বশুর-জামাইয়ের সম্পর্কটা যেন একটু লজ্জা আর সংকোচের। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টা কিছুটা ভিন্ন, সাধারণত একই বাসায় থাকতে থাকতে সম্পর্কটা বাবা-মেয়ের মতো মধুর হয়ে ওঠে।
অবশ্য শ্বশুরের বিষয়ে ভিন্ন চিত্রও দেখা যায়। কোনো কোনো শ্বশুর আছেন, যারা কখনই ঠিক বাবা হয়ে ওঠতে পারেন না। পুত্রবধূ বা জামাতার কাছে তারা হয়ে থাকেন দূরের মানুষ। খিটখিটে, বদমেজাজি কিংবা ভীতিকর কেউ একজন।