গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ। তাকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় কলকাতার দৈনিক আনন্দবাজার।
আনন্দবাজারের খবরে বলা হয়, গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন বুদ্ধদেব। শনিবার সকাল থেকে রক্তে অক্সিজনের মাত্রা কমতে শুরু করে, সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। রক্তে অক্সিজেনের মাত্রা কখনও কখনও ৭০-এর নীচে নেমে যায়। কিন্তু তিনি হাসপাতালে যেতে চাইছিলেন না।
যে কারণে প্রথমে তাকে বালিগঞ্জের পাম অ্যাভিনিউর বাড়িতেই অক্সিজেন দেওয়া হয়। কিন্তু তাতে তার শরীর ‘রেসপন্ড’ না করলে এই নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। স্থানীয় সময় বিকালে তাকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুদ্ধদেবের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। যে দলে প্রবীণ এ নেতার ব্যক্তিগত চিকিৎসকও রয়েছেন।