You have reached your daily news limit

Please log in to continue


প্রথম দিনে ‘ওপেনহাইমার’ থেকে পিছিয়ে রকি-রানির প্রেম কাহিনি

হলিউডের কাছে আরেক দফা কোনঠাসা হলো বলিউড। প্রথম দিনের বক্স অফিস হিসাবে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ থেকে পিছিয়ে থাকল করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

সারা বিশ্বের হলিউডপ্রেমী গত সপ্তাহ খানেকর ধরে ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’ নিয়ে মাতোয়ারা। সেই জোয়ারে কাঁপছ ভারতও। আর তখনই পূর্ব ঘোষণা অনুসারে হাজির হলো রকি ও রানির প্রেম কাহিনি।

একদিনের হিসাবে পিছিয়ে থাকলেও আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ছবিটি ব্লকবাস্টার হবে বলে প্রত্যাশা ভক্তদের। তরণ আদর্শের মতো সিনে বিশ্লেষকদের কাছ থেকে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ পেয়েছে ভালো রেটিং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন