![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/07/29/9d939081692250f43c1c5aadde2aba00-64c5240ccae08.jpg)
টঙ্গীতে দেয়াল ধসে তিনজনের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিনজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামের বকুল (৩৫), একই এলাকার নর্দানগর গ্রামের সুলতান (৫০) ও টঙ্গীর গোপালপুর এলাকার সবুজ (৩৫)।
এ ঘটনায় নয়ন (২৫) ও মাহাতাব (৩০) নামে আরও দুই শ্রমিক আহত হয়েছেন। তাঁদের টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এঁদের মধ্যে মাহাতাবের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, আজ শনিবার সকাল থেকেই ওই এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের নির্মাণাধীন ড্রেনের কাজ করছিলেন ৩০ জন শ্রমিক। সন্ধ্যায় নির্মাণকাজ চলাকালীন পার্শ্ববর্তী একটি চারতলা বাড়ির সীমানাপ্রাচীর ধসে পড়লে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এ সময় দুজন শ্রমিক আহত হন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।