সহযোগী সংগঠনগুলোকে ‘জরুরি বৈঠকে’ ডেকেছেন ওবায়দুল কাদের
বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচির দিন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সহযোগী সংগঠনগুলোর নেতাদের জরুরি বৈঠকে ডেকেছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন ওবায়দুল কাদের। তখন তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা পরিস্থিতি অভজার্ভ করছি।”
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি তুলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া বিএনপি এদিন সকাল ১১টা থেকে ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়।