মহারাষ্ট্রে দুই বাসের সংঘর্ষে নিহত ৬, আহত ২০ জন
ভারতের মহারাষ্ট্রের বুলধানায় দুই বাসের সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন ২০ জন। মালকাপুর এলাকার নান্দুর নাকা ফ্লাইওভারে শনিবার রাত আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, বালাজি ট্রাভেলস নামে একটি সংস্থার মালিকানাধীন বাস অমরনাথ যাত্রা তীর্থস্থান থেকে হিঙ্গোলি জেলায় ফিরছিল। অন্যটি রয়্যাল ট্রাভেলস সংস্থার মালিকানাধীন। নান্দুর নাকায় একটি বাস অন্যটিকে ওভারটেক করার পর দুটির মধ্যে সংঘর্ষ হয়।কর্মকর্তারা জানায়, আহত ২০ জনকে বুলধানার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামান্য আহত ৩২ যাত্রীকে কাছের একটি গুরুদ্বারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নিহতদের মধ্যে অমরনাথ থেকে ফেরার বাসের চালকও রয়েছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে