আজ পবিত্র আশুরা
চ্যানেল আই
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩, ০৯:৩৮
আজ পবিত্র আশুরা। হিজরী বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ আজ। শরিয়ত ও ইতিহাস সব বিবেচনায় মাসটি তাৎপর্যপূর্ণ। ইতিহাসের অনেক অনুপ্রেরণামূলক ঘটনার সাক্ষী এই মরহরম মাস।
শুধু উম্মতে মুহাম্মদিই নয় বরং পূর্ববর্তী অনেক উম্মত ও নবীর অবিস্মরণীয় ঘটনার সূত্রপাত হয়েছিল এই মাসে। মুসলিম উম্মার কাছে এই দিনটি একদিকে শোকাবহ অন্যদিকে পূণ্যময়। ৬১ হিজরির পবিত্র এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা জন্য ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আশুরা
- আশুরা ও মুহাররম
- পবিত্র আশুরা