দুই দিনের পর্যবেক্ষণে তামিম
৩০ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। এরপর অক্টোবরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। এই দুটি বড় টুর্নামেন্টের আগে অস্বস্তিতে বাংলাদেশ। পিঠের ইনজুরিতে বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও ফেরার লড়াইয়ে এই মুহূর্তে তিনি লন্ডনে চিকিৎসাধীন।
লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তামিমের পিঠের নিচের দিকের দুটি অংশে ইনজেকশন দেওয়া হয়েছে। ইনজেকশনের পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণের পর চিকিৎসকের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তামিমের সঙ্গে আছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘তামিমের পিঠের সমস্যার জন্য একজন মেরদণ্ডের চিকিৎসককে দেখানো হয়েছিল। ব্যথা ব্যবস্থাপনায় তামিমের সঙ্গে চিকিৎসক কাজ করছেন। পার্শ্বপ্রতিক্রিয়া দেখার জন্য আগামী দুটি দিন তামিমকে রাখা হবে পর্যবেক্ষণে।’