নিজেকে নাইজারের নেতা ঘোষণা করলেন জেনারেল আবদুরাহমানে তচিয়ানি

ডেইলি স্টার নাইজার প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩, ১৯:০৩

আফ্রিকার দেশ নাইজারে নাটকীয় সেনা অভ্যুত্থানের পর জেনারেল আবদুরাহমানে তচিয়ানি নিজেকে নতুন নেতা হিসেবে ঘোষণা দিয়েছেন।


বিবিসি জানায়, ওমর তচিয়ানি নামে পরিচিত এই জেনারেলের নেতৃত্বে প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা গত বুধবার দেশটির প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে বন্দী করেন।


এই সেনা অভ্যুত্থান ১৯৬০ সালে স্বাধীনতার পর নাইজারের প্রথম শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পরিবর্তনকে ভেঙে দিয়েছে। 


প্রেসিডেন্ট মোহামেদ বাজুম এখনো বিদ্রোহী সেনা সদস্যদের হাতে বন্ধী। তবে তিনি সুস্থ আছেন বলে ধারণা করা হচ্ছে।


আফ্রিকান ইউনিয়ন, পশ্চিম আফ্রিকান আঞ্চলিক ব্লক (ইকোওয়াস), ইইউ এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় এই সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও