You have reached your daily news limit

Please log in to continue


বিএনপির সমাবেশে প্রশংসা কুড়াচ্ছে তাবিথ আউয়ালের মোবাইল টয়লেট

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে সারাদেশ থেকে জড়ো হওয়া নেতাকর্মীদের সুবিধার্থে বেশ কিছু মোবাইল টয়লেটের ব্যবস্থা করেছেন দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। বিএনপির হয়ে ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনে গত নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। সমাবেশে মোবাইল টয়লেট স্থাপনে তাঁর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।

নয়াপল্টন মোড়েই স্থাপন করা হয়েছে বেশকিছু মোবাইল টয়লেট। সেখানে দাঁড়িয়ে খুলনা থেকে সমাবেশে যোগ দেওয়া ৪৫ বছর বয়সী নাসিমা বেগম সমকালকে বলেন, সমাবেশে এলে বিশেষ করে নারীদের অনেক সমস্যা হয়। আশেপাশে বাথরুম পাওয়া খুবই দুষ্কর। এবার মোবাইল টয়লেটের ব্যবস্থা থাকায় ভালো হয়েছে। তাবিথ আউয়াল সাহেবকে অবশ্যই ধন্যবাদ জানাই।

মোবাইল টয়লেটের প্রশংসা করেছেন বিএনপির সমাবেশে যোগ দেওয়া অসংখ্য নেতাকর্মী। মানিকগঞ্জ থেকে সমাবেশে আসা যুবদল নেতা আব্দুল খালেক বলেন, বাথরুম খুবই গুরুত্বপূর্ণ। কতক্ষণ আর চেপে রাখা যায়। অন্যান্যবার রাস্তার এখানে সেখানে বাথরুম করে পরিবেশ নষ্ট হতো। এবারের এই পদ্ধতি খুবই উপকারী হয়েছে সকলের জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন