কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাল্টাপাল্টি সমাবেশ: ঢাকার একদিকে লোকের ভার, অন্যত্র ফাঁকা

বিডি নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩, ১৮:২৮

ক্ষমতাসীন দলের তিনটি সহযোগী সংগঠন এবং বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়া পল্টন ও গুলিস্তান এলাকা লোকারণ্য হলেও রাজধানীর অন্য এলাকাগুলো অনেকটাই ফাঁকা।


দুপুরের দিকে এক পশলা বৃষ্টিতে এসব সমাবেশে জনসমাগম কম হতে পারে, অনেকের এমন ধারণা ছিল। কিন্তু বিভিন্ন সমাবেশস্থল ঘুরে দেখা গেছে উল্টো চিত্র। তবে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় রাস্তায় গণপরিবহন কম চললেও খুব একটা ভোগান্তি পোহাতে হয়নি রাজধানীবাসীকে।


নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সামনে বসেছে বিএনপির সভামঞ্চ। বেলা ২টার পর শুরু হয় সমাবেশের কার্যক্রম। সমাবেশে যোগ দিতে ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও নেতাকর্মীরা জড়ো হয়েছেন। নয়াপল্টন সড়কের পাশাপাশি মতিঝিল, শান্তিনগর, বিজয়নগর এলাকায়ও সমাবেশের প্রভাব পড়েছে।


অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশের সভামঞ্চ স্থাপন করা হয়েছে। সেখানে বিকাল ৩টার পর শুরু হয় সমাবেশের কার্যক্রম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও