কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারি করলো জাপান

বাংলা ট্রিবিউন জাপান প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩, ১৫:১৫

ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারি করেছে জাপান। শুক্রবার নতুন এই নিষেধাজ্ঞার একটি বিশদ তালিকা প্রকাশ করেছে জাপান। ইলেক্ট্রিক ও হাইব্রিড যানবাহন রফতানির ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল  জাজিরা।ইউক্রেনে সর্বাত্মক আক্রমণের পর থেকে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে আছে রাশিয়া।


ইতোমধ্যে পশ্চিমাদের সঙ্গে কাঁধ মিলিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি  করেছে মস্কোর ওপর। এবার রাশিয়ায় বৈদ্যুতিক সরঞ্জাম ও হাইব্রিড গাড়ি রফতানির ওপর নিষেধাজ্ঞা দিলো টোকিও।শুক্রবার প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মন্ত্রিসভায় অনুমোদিত নতুন নিষেধাজ্ঞা ৯ আগস্ট থেকে কার্যকর হবে৷জাপানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকতৃা নরিয়ুকি কুরোদা বলেছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করার প্রায় দেড় বছর সময় হয়ে গেছে, আমরা রফতানি নিষেধাজ্ঞার অধীনে পণ্যগুলোর তালিকা বিস্তৃত করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও