১০০ বছরের সেরা চলচ্চিত্রের তালিকায় ‘পথের পাঁচালী’

সমকাল প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩, ১৫:৩২

১৯৫৫ সালে মুক্তি পায় কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সিনেমা ‘পথের পাঁচালী’। এই সিনেমা দিয়ে গোটা বিশ্ব তাক লাগিয়েছেন তিনি। ইতিহাসের পাতায় যা আজও সেরার তালিকায় উজ্জ্বল হয়ে আছে। এবার এলো আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। বিখ্যাত ম্যাগাজিন টাইম-এর জরিপে পৃথিবীর ১০০ বছরের সেরা চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে সত্যজিতের অমর সৃষ্টি।


সম্প্রতি গত ১০০ বছরের সেরা চলচ্চিত্রের একটি তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। ১৯৫০-এর দশকের সেরা ১০টি চলচ্চিত্রের মধ্যে চতুর্থ অবস্থানে আছে ‘পথের পাঁচালী’। পুরো এক শতাব্দীর এই তালিকায় এটিই একমাত্র ভারতীয় সিনেমা।‘পথের পাঁচালী’ নিয়ে টাইম ম্যাগাজিনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘আর্থিক সংকটের কারণে কলকাতায় জন্ম নেওয়া সত্যজিৎ রায়ের তিন বছর লেগেছিল তার প্রথম সিনেমা ‘পথের পাঁচালী’র কাজ শেষ করতে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও