আপত্তির পরও ঋণ অনুমোদন শেখ আবদুল হাইয়ের ইচ্ছায়
প্রথম আলো
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩, ১১:৩৩
প্রায় ১৪ বছর আগে বেসিক ব্যাংক থেকে পর্যাপ্ত জামানত ছাড়াই ১৬৩ কোটি টাকার ঋণ পান জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহীম ও তাঁর স্ত্রী সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য মেহজাবিন মোরশেদ। ঋণ মঞ্জুর না করতে ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা ও প্রধান কার্যালয়ের ঋণ কমিটি আপত্তি দিলেও ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ঋণ মঞ্জুর করে দেন। পরে এক টাকাও পরিশোধ হয়নি।
তাঁরা এখন খেলাপি। সুদসহ ব্যাংকের পাওনা এখন ৪০৮ কোটি টাকা।