আ.লীগের শান্তি সমাবেশ মঞ্চ প্রস্তুত
আর মাত্র কয়েক ঘণ্টা পর শান্তি সমাবেশ করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। এরই মধ্যে সমাবেশ মঞ্চ প্রস্তুত করা হয়েছে। তবে এখনো নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেননি।
শুক্রবার দুপুর ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তিন সহযোগী সংগঠনের পক্ষ থেকে কয়েক লাখ লোকের সমাগম করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে ঢাকা ও ঢাকার আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা যাত্রার প্রস্তুতি নিয়েছে।
ডিএমপি কমিশনারের অনুমতির পর বৃহস্পতিবার বিকেলেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়। আওয়ামী লীগের শান্তি সমাবেশের মঞ্চ তৈরির দায়িত্বে রয়েছে টোটাল সলিউশন ইভেন্ট।