অপ্রয়োজনীয় প্রকল্পে আত্মঘাতী ঋণ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩, ১০:৪৬

ক্রমবর্ধমান ডলার-সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের অন্তত ১৪টি প্রকল্পের জন্য বৈদেশিক মুদ্রায় ঋণ অর্থায়ন সংগ্রহের চেষ্টা করছে বলে জানা গেছে (আজকের পত্রিকা, ৫ জুলাই ২০২৩)। এ-সংক্রান্ত প্রস্তাবও ইতিমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠানো হয়েছে। পরিকল্পনামন্ত্রী বিষয়টি অকপটে স্বীকার করেছেন। পররাষ্ট্রমন্ত্রীও একই কথা বলেছেন।


দেশে ডলার-সংকট আগে থেকেই চলছে, যা সরকার এত দিন আড়াল করার চেষ্টা করে এসেছে। বাস্তব পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রায় বাইরে চলে যাওয়ায় সরকার এখন তা স্বীকার করছে। এক বছর আগে এটা স্বীকার করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে, আজ পরিস্থিতি যতটা খারাপ, ততটা খারাপ না-ও হতে পারত। কিন্তু সরকারের পক্ষে রাজনীতিক বা আমলা কেউই সে পথে হাঁটেননি। বৈদেশিক মুদ্রার এরূপ চরম সংকট থাকা সত্ত্বেও এক বছরে পরিহারযোগ্য আমদানি, অপ্রয়োজনীয় বিদেশি পরামর্শক নিয়োগ, বিদেশে বাংলাদেশ মিশনগুলোর উদ্‌যাপন, ঠুনকো প্রয়োজনে একা একা বা লাটবহর নিয়ে বিদেশ ভ্রমণ ইত্যাদি কোনোটাই থেমে থাকেনি। বৈদেশিক মুদ্রার চরম সংকটের এই মুহূর্তে কী প্রয়োজন ছিল এরদোয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতির তুরস্ক গমন? সাম্প্রতিক হজ মিশনে শত শত লোকের লাটবহর পাঠানোর কোনো প্রয়োজনই ছিল না। এ রকম আরও অসংখ্য উদাহরণ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও