পতিত জমিতে সৌদির খেজুর চাষ করে সফল হানিফা

বাংলা ট্রিবিউন বগুড়া সদর প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩, ১০:০০

সৌদি আরবের বিখ্যাত আজোয়া খেজুর চাষ করে সফল আবু হানিফা। মরুভূমির আবহাওয়ায় উৎপাদিত এ ফল এখন বগুড়ার নন্দীগ্রামের আমড়া গোহাইল গ্রামের আবু হানিফার বাগানে গাছে গাছে ঝুলছে। তার খেজুরের বাগান দেখতে প্রতিদিন দূর-দূরান্তের মানুষ ভিড় করছেন। এ ছাড়া বাগানে সাথী ফসল হিসেবে আম, জাম্বুরা ও বরই চাষ করেছেন তিনি। 


আবু হানিফা জানান, পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে অনেক খেজুর বাগান ঘুরে দেখেন তিনি। তখন তার মধ্যে দেশের মাটিতে মরুভূমির খেজুর চাষের ইচ্ছা জাগে। পরে তিনি সেখান থেকে আজোয়া জাতের খেজুরের ১৬টি বীজ সংগ্রহ করেন। সেই বীজ ২০১৯ সালে নিজ বাড়ির পাশে পতিত নয় শতক জমিতে রোপণ করেন। সেই বীজ থেকে হওয়া গাছগুলো ধীরে ধীরে বড় হয় এবং তাতে ফলন আসে। বাগানে ১৩টি গাছ বড় হয়। সারিবদ্ধভাবে লাগানো গাছগুলো এখন তাকে স্বপ্ন দেখাচ্ছে। গত বছর অল্প ফল ধরেছিল। এবার দুটি গাছে বেশ খেজুর ধরেছে। খেজুর বাগানের পাশাপাশি গত বছর সংগ্রহ করা বীজ থেকে চারাও তৈরি করেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও